আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ (শনিবার) কারবালার মর্মস্পর্শী ঘটনার স্মরণে শোকাবহ আশুরা পালিত হচ্ছে। ইরানের সর্বত্রই চলছে নানা শোকানুষ্ঠান। সড়ক ও মহাসড়কগুলোতে কালো পোশাক পরা শোকার্ত মানুষের ঢল নেমেছে। কারবালার বিভিন্ন ঘটনা বর্ণনা করতে করতে এগিয়ে যাচ্ছেন শত-সহস্র মানুষের শোকের মিছিল। এ উপলক্ষে ইরানে গতকালও ছিল সরকারি ছুটি।
সংবাদ: 3393627 প্রকাশের তারিখ : 2015/10/25